Egiye Bangla

News Network

স্নাতকে first-class হয়েও চাইছেন ডোম পদের চাকরি | Egiye Bangla News
Latest

স্নাতকে first-class হয়েও চাইছেন ডোম পদের চাকরি

location_on Kolkata  access_time 03 Aug 2021 05:23 PM

Amrita Bhajan Dey (Correspondent) | Egiye Bangla News
Amrita Bhajan Dey (Correspondent)

যে পরীক্ষায় বসতে হলে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকে অষ্টম শ্রেণী পাস, সেই পরীক্ষার জন্য এবারে আবেদন জানিয়েছেন একজন ইতিহাসে গোল্ড মেডেলিস্ট ছাত্রী এবং এক সন্তানের মা। তার নাম স্বর্ণালী সামন্ত এবং তিনি থাকেন হাওড়া শিবপুরে।তিনি আজকে আবেদন জানিয়েছেন এন আর এস মেডিকেল কলেজ ও হাসপাতালের ডোম পদের জন্য।যদিও এই পদের জন্য এপ্লাই করেও সোনালী জানাচ্ছেন "কাজের আবার ছোট - বড় কি? "জানা যাচ্ছে খুব অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল স্বর্ণালী সামন্তের। তার স্বামী একজন উবের বাইক চালক। কিন্তু সংসার শুরু করলেও পড়াশোনা যেন তার রক্তে ছিল। তাই পড়াশুনা তিনি চালিয়ে গেলেন। স্নাতক ইতিহাস নিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে ফার্স্ট ক্লাস পেলেন তিনি। তারপর বেশ কিছু সরকারি চাকরির চেষ্টা করলেন কিন্তু সেগুলো সবকিছু বৃথা চেষ্টা।


তারপরে ডালহৌসির একটি বেসরকারি সংস্থায় রিসেপসনিস্টের কাজে যোগ দিলেন তিনি। কিন্তু করোনা ভাইরাস এর কারণে সেই কাজেও ইতি পরল। টানা লকডাউন এর কারণে সোনালী এবং দেবব্রত এই ছোট্ট সংসার বর্তমানে বেশ চাপের মধ্যে রয়েছে। ইতিমধ্যেই সে এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতালের ডোম পদে চাকরির অ্যাপ্লিকেশন বেরোলো। এপ্লাই করে ফেললেন স্বর্ণালী সামন্ত। তিনি জানালেন নিয়োগের বিজ্ঞাপন এর লেখা ছিল ল্যাবরেটরি এটেনডেন্ট। তবে এই পদ যে ডোমের সেটা জানতেন না তিনি। জানার পরেও তিনি পিছিয়ে আসেন নি। তার কথায়,"আমার একটা নিরাপদ চাকুরী খুব প্রয়োজন। যদি হাসপাতালে ডাক্তার নার্স আয়া থেকে শুরু করে সবকিছুই মহিলারা করতে পারে তাহলে ডোম কেন বাদ যাবে? আমার পরিবার আমাকে সমর্থন করেছে। আপাতত রবিবার এনআরএস মেডিকেল কলেজে গিয়ে লিখিত পরীক্ষা দিয়ে এসেছি। এখন আপাতত ফল প্রকাশের অপেক্ষা।"Related

News Headline

ফের ত্রাতা সোনু সুদ | Egiye Bangla News
ফের ত্রাতা সোনু সুদ

location_on Mumbai  access_time 20 Jul 08:00 PM

দিন যত এগোচ্ছে ততই গরিবদের ত্রাতা হয়ে উঠছেন বলিউড অভিনেতা সোনু সুদ।

Read More arrow_forward
কোরোনার মধ্যেই ডেঙ্গুর ছোবল কলকাতায় | Egiye Bangla News
কোরোনার মধ্যেই ডেঙ্গুর ছোবল কলকাতায়

location_on KOLKATA  access_time 29 Jul 04:14 PM

করোনা আবহে কলকাতা শহরে ডেঙ্গুর বলি হলো পার্ক সার্কাস এলাকার বছর বারোর এক কিশোর।

Read More arrow_forward

Trending

Hashtags

#movie #politics #titanic #birthdayjoy #maxartkiller