Egiye Bangla

News Network

PETALS এর নয়া উদ্যোগ | Egiye Bangla News
Latest

PETALS এর নয়া উদ্যোগ

location_on Baranagar  access_time 12 Oct 2021 09:15 PM

Egiye Bangla | Egiye Bangla News
Egiye Bangla

পূজো আসে প্রতি বছর। আর তাকে ঘিরেই সারা বছরের কত আয়োজন। কেউ বা মূর্তি তৈরি তে ব্যস্ত কেউ বা বাঁধছেন আশা। মা আসবে বছর ঘুরে, খুশিতে ভরবে সারা শহর । এক বছরের প্রতীক্ষার পর শেষমেষ যখন মা হাজির, বাইরে ঢাকের আওয়াজ গম গম করলেও কিছু পরিবারে থাকবে শুধুই নিস্তব্ধতা। আজকের ডিজিটাল যুগে দাঁড়িয়েও পিছিয়ে পড়া পরিবারগুলির শুধুই চাহিদা পেট ভরে এক মুঠো গরম ভাত। 

করোনার সাথে যুদ্ধ করে সমাজ যখন মুখে মাস্ক বেঁধে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে রোজগারহীন, শারীরিক অক্ষম, দৃষ্টিহীন মানুষগুলো তখন শুধু মাত্র বেঁচে থাকার  লড়াই করার শেষ আশার আলো খুঁজে বেড়াচ্ছে। পূজোর আয়োজন এ তাদের মুখ ম্লান। 

তবে যদি এমন হয় ,  মায়ের আগমনের সাথে সাথে মায়ের আশীর্বাদ রূপে এক রাশ আনন্দ পিছিয়ে পড়া মায়ের সন্তানদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যেত? ক্ষনিকের জন্যও হলেও চিন্তাহীন সু-সময়ের অনুভূতির আবেশ জাগিয়ে তোলা যেত? বিগত 7 বছর ধরে এই উদ্দেশ্যকে সফল করার উদ্যোগ নিয়ে চলেছে বরানগর PETALS । 

2021 এর এই দুরাবস্থার সময়ে সমগ্র বাংলা জুড়ে প্রায় 500টি পিছিয়ে পড়া পরিবারের আবেদন জমা পড়েছে PETALS পরিবারের কাছে। বনগাঁ থেকে বর্ধমান, কল্যাণী থেকে কাঁকিনাড়া, আবার দত্তপুকুর, বসিরহাট থেকে বেহালা। আবেদন একটাই পূজোর দিনগুলি পরিবার নিয়ে পেট ভরে একটু খেতে চায় ওরা। 

*ভালো থাকতে গেলে ভালো রাখতে হবে , তবেই তো মা খুশি হবেন*। PETALS পৌঁছে যাবে ঘরে ঘরে, পরিবারের সম্পূর্ণ এক মাসের যাবতীয় রেশন নিয়ে। ষষ্ঠীর লুচি আর সুজির সাথে অষ্টমীর গোবিন্দ ভোগের খিচুড়ির আর পোস্ত বড়ার অধিকার হোক সকলের। উদেশ্য একটাই "আমার নয় তোমার নয় পূজো হোক আমাদের সকলের"।


Related

News Headline

 | Egiye Bangla News
ট্রাকের ধাক্কায় চুরমার হলো ১৩ টি মোটরবাইক,জখম হলেন অন্তত ৭

location_on West Burdwan  access_time 29 May 01:29 PM

ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসার দার্জিলিং মোরে

Read More arrow_forward
 | Egiye Bangla News
করোনা সংক্রমণের আঁতুরঘর হয়ে উঠছে ইসকন মন্দির

location_on Nadia  access_time 21 Apr 05:12 PM

মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ

Read More arrow_forward

Trending

Hashtags

#movie #politics #titanic #birthdayjoy #maxartkiller